অনলাইনে কীভাবে ইনকাম করবেন ?

Microbes Lab
2 min readSep 9, 2020
online-money-income-bengali-earnings

আজ কাল ইন্টারনেট আছে বলে অনলাইনে অনেক ভাবে ইনকাম করা যাছে ।সেটা হতে পারে ফেসবুক থেকে ,সেটা হতে পারে কোন ইন্সতাগ্রাম থেকেও বা অন্য কোন উপায়ে ।

অনলাইন ইনকাম করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা ।মানুষ একটু ভয় পায় কারন এক্ষেত্রে জালিয়াতি হওয়ার সম্ভবনা থেকে যায় ,সঠিক উপায় না জানলে ।

আরও জানতে — অনলাইন থেকে ইনকাম করার সেরা উপায়

কিন্তু এটার কথা বাদ দিলে অনলাইনে রোজকার করার জন্য প্রচুর ভালো উপায় রয়েছে যেগুলো বিশ্বাসযোগ্য উপায় কারন প্রচুর সংখ্যক মানুষ সেখান থেকে ইনকাম করে যাচ্ছেন ভালো পরিমানে

এবার পরিমান বলতে কত? ইনকাম হয় ডলারে । কয়েক শ থেকে কয়েক হাজার ডলার ।বাকিটা আপনি আপনার দেশের ডলার টু কারেন্সি করে নিলেই বুঝতে পারবেন কত পরিমানে আয় হয়।

আর একটা জিনিস জেনে নেওয়া ভালো অনলাইনে ইনকাম কিন্তু কোন দিন শর্টকার্ট ভাবে হয়না । আপনাকে কাজ করতে হবে আয় করার জন্য ।

কি কি ভাবে অনলাইনে ইনকাম করতে পারবেন ?

  1. অনলাইন রিসেলিং করে

2. অনলাইনে ওয়েবসাইট বানিয়ে ব্লগিং করে

3. অ্যাফিলিয়েট মার্কেটিং বা কমিশন ভিত্তিক আয় করে

4. ফেসবুক পেজ বানিয়ে আয় করতে পারেন

5. অবশ্যই নিজের অফলাইন বাবসা থাকলে সেটি অনলাইন করতে পারেন

6. অনলাইন ই কমার্স স্টোর খুলে ইনকাম করতে পারেন

7. অনলাইনে ডোমেইন কেনাবেচা করে

আরও অনেক ভাবে অনলাইন থেকে ইনকাম করার উপায় রয়েছে ।যেগুলো থেকে আপনি ভালো পরিমানে আয় করতে পারবেন।

--

--